মেসিদের বিশ্বকাপ জয়ের ড্রেসিংরুমে যে অভিজ্ঞতা হলো আফিদাদের

এপ্রিল 25, 2025
by

কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছিলেন দুই নারী ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং দুই নারী ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। রাষ্ট্রীয় সফরের পর আজ (শুক্রবার) বিকেলে নারী ক্রীড়াবিদদের সফরের অভিজ্ঞতা বিনিময়ের জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে নারী ক্রীড়াবিদরা কাতারে বিশ্বমানের ক্রীড়া স্থাপনা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা বিষয় কাতারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন।

২০২২ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে। লুসাইল স্টেডিয়ামে ফাইনাল শেষে মেসি বিশ্বকাপ উঁচিয়ে ধরার মুহূর্ত পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনের কাছে ঐতিহাসিক। সেই ভেন্যু ও ড্রেসিংরুম ঘুরে অভিভূত বাংলাদেশের দুই ফুটবলার। এ নিয়ে শাহেদা আক্তার রিপা বলেন, ‘আমরা লুসাইলের ড্রেসিংরুমে গিয়েছি। যেখানে মেসিরা ছিলেন। অসাধারণ লেগেছে। ওয়ার্মআপের জন্য আলাদা জায়গা রয়েছে। সেটা সেখানে গিয়ে দেখেছি।’

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার লুসাইল স্টেডিয়াম পরিদর্শনে বিস্ময় প্রকাশ করলেন এভাবে, ‘এটা আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছিল। যে মাঠে আর্জেন্টিনা বিশ্বকাপে জিতেছিল। মেসি বিশ্বকাপ নিয়ে আস্তে আস্তে হাঁটছে সবকিছুই তখন চোখে ভাসছিল। আমরা পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছি। রয়্যাল (রাজকীয়) পরিবার যেখানে বসেন সেটাও আমরা দেখছি।’ কাতার ফাউন্ডেশন বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেক ক্ষেত্রে বিনিয়োগ করে। বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), সেই ক্লাবের মালিকানাও রয়েছে কাতার ফাউন্ডেশনের। ফলে কাতারে পিএসজি একাডেমি দল রয়েছে। সেই একাডেমিও পরিদর্শন করেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খেলোয়াড়রা আঘাত পেলে সেটা কাটিয়ে আবার মাঠে ফিরতে অনেকদিন সময় লাগে। ফুটবল-ক্রিকেটারদের সামর্থ্য থাকলেও অনেক খেলোয়াড় এবং ফেডারেশনের খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার পর সহায়তা করার সাধ্য থাকে না। তাই এবার কাতার সফরে বাংলাদেশের ক্রীড়াবিদরা ইনজুরি সংক্রান্ত বিষয়ে বেশি জোর দেওয়ার কথা জানান ক্রিকেটার শারমিন সুলতানা, ‘আমাদের রিহ্যাব ফ্যাসিলিটি বেশি নেই। আমরা কাতারকে অনুরোধ করেছি খেলোয়াড়দের ইনজুরি পুর্নবাসনে যেন সহায়তা পাই। তাদের ওখানে নেইমারদের মতো খেলোয়াড়রা ইনজুরির চিকিৎসা নিয়ে থাকে, আমরা সেটা দেখেছি।’

কাতার ফুটবল ও অ্যাথলেটিক্সে অনেক অগ্রগণ্য থাকলেও ক্রিকেটের প্রচলন সেই অর্থে নেই। ক্রিকেটের ব্যাপারে বাংলাদেশ কাতারের পাশে থাকবে এমন আশ্বাস দিয়েছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক সুমাইয়া আক্তার, ‘খুবই সৌভাগ্যের বিষয় আমরা এমন একটি সফরে যেতে পেরেছি। আমরা জানি কাতারে ফুটবল জনপ্রিয়। ক্রিকেট সেভাবে নেই। এরপরও শচীন ও বিরাট কোহলির ছবি দেখেছি। আমরা কাতারের কর্মকর্তাদের বলেছি আপনারা আসেন, দেখেন আমাদের ক্রিকেট কীভাবে চলে। তারা বলেছেন আসবেন।’ কাতারে স্টেডিয়ামের উপযোগিতা দেখে অভিভূত এই ক্রীড়াবিদ, ‘কাতারে এক স্টেডিয়াম একাধিকভাবে ব্যবহার করে। ফুটবলের টার্ফ রয়েছে। আবার সুইমিংপুল, টেবিল টেনিস চলছে। যেটা আসলে অবিশ্বাস্য লেগেছে।’ 

বাংলাদেশের ক্রীড়াবিদরা নানা সময় দেশের বাইরে খেলতে যান। তখন স্বাগতিক দেশের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ও সুযোগ-সুবিধা থাকে। তবে সরকার প্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফর ক্রীড়াবিদদের এটাই প্রথম। তাই এ নিয়ে বেশ উচ্ছ্বাস আফিদার, ‘অবশ্যই এটি একটি ব্যতিক্রম সফর। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে আলাপ করেছেন। আমরা ক্রীড়া স্থাপনা ও ব্যক্তিত্ব ছাড়াও অনেক অনুষ্ঠানে গিয়েছি। সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’

আজকের সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম মজুমদার (আজাদ মজুমদার)। ক্রীড়াবিদদের সফর ও সরকারের ভাবনা নিয়ে তিনি বলেন, ‘এটা আমরা একটা যাত্রা শুরু করলাম। কাতার ফাউন্ডেশন বৈশ্বিকভাবে ক্রীড়াঙ্গনে অনেক সম্পৃক্ত। তারা নারীদের নিয়ে কাজ করে। কাতার ফাউন্ডেশনের মাধ্যমে মেয়েরা বাংলাদেশে খেলাধুলায় কিভাবে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রণালয়সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নারী ক্রীড়াবিদদের জন্য বিশেষভাবে ডরমেটরি , জিমনেশিয়াম তৈরিতে কাতারের সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

প্রধান উপদেষ্টা সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের

বাফুফের সভাপতির ক্লাবের ‘অপমৃত্যু’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি। অর্ধযুগ ধরে