ভারতীয় সেনাদের সামরিক অভিযান কিংবা নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নতুন এই নির্দেশনা শুধু প্রচলিত সংবাদমাধ্যমের জন্যই নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
প্রতিবেদনে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা’ বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দিয়েছে সরকার।
দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত যে কোনো তথ্য পরিবেশনের ক্ষেত্রে সংবাদমাধ্যম ও সাধারণ ব্যবহারকারীদের বিদ্যমান আইনকানুন কঠোরভাবে মেনে চলতে হবে এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জাতীয় নিরাপত্তা রক্ষায় এটি অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এনডিটিভি আরও জানায়, সরকার স্পষ্টভাবে ভিডিও ফুটেজ বা ঘটনার রিয়েল-টাইম সম্প্রচার, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো থেকে সরাসরি রিপোর্ট এবং চলমান সামরিক অভিযানসংক্রান্ত তথ্য প্রচার নিষিদ্ধ করেছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, সংবেদনশীল অপারেশনসংক্রান্ত তথ্যের তাৎক্ষণিক প্রচার অনিচ্ছাকৃতভাবে শত্রুপক্ষের সহায়তা করতে পারে, যা শুধু অভিযানের সফলতা নয়, বরং এতে যুক্ত সেনা সদস্যদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
ভারতের মন্ত্রণালয় কার্গিল যুদ্ধ, ২০০৮ সালের মুম্বাই হামলা ও কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো অতীতের উদাহরণ টেনে বলেছে, সেসময় সংবাদমাধ্যমের লাগামহীন সম্প্রচার কখনো কখনো জাতীয় স্বার্থের পরিপন্থি হয়ে উঠেছিল এবং তা মারাত্মক ফল বয়ে এনেছিল।
এছাড়া বিবৃতিতে কঠোরভাবে জানানো হয়েছে, নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বা ব্যক্তি বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল টিভি চ্যানেল, সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে সন্ত্রাসবিরোধী অভিযান অথবা সেনাদের গতিবিধি সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।