অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করতে ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকেন। কিন্তু প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার জন্য কাজকর্ম পরিবার ছেড়ে দিনের পর দিন কোন ভক্ত অপেক্ষা করে এমন ঘটনা খুব কম দেখা যায়।
শাহরুখ খানের এক ভক্ত যেন এমন প্রতিজ্ঞাই করেছেন। টানা ৩৫ দিন তিনি থেকে বসে আছেন কিং খানের বাড়ির সামনে। লক্ষ্য একটাই— শাহরুখের দেখা চাই।
বরাবরই বলিউডের বাদশাহের ভক্ত শেখ মোহাম্মদ আনসারি। তাই ঝাড়খণ্ড থেকে চলে এসেছেন মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের বাড়ির সামনে। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবিরাম অপেক্ষারত তিনি। শাহরুখের সঙ্গে দেখা করতে এতটাই উদ্গ্রীব যে নিজের ব্যবসা বন্ধ করে মুম্বাইয়ে হাজির হয়েছেন তিনি।
আনসারি বলেন, ‘শাহরুখ আমার প্রিয় নায়ক। আমি ওর সবচেয়ে বড় ভক্ত। ওর সঙ্গে তো দেখা করতেই হবে। শাহরুখের সঙ্গে দেখা করাই আমার জীবনের সবচেয়ে বড় জয় হবে। ওর সঙ্গে দেখা করার জন্য ব্যবসা বন্ধ করে আমি এখানে এসেছি। দেখা করেই আবার ফিরে যাব। এটা আমার কাছে অদম্য আকাঙ্ক্ষা হয়ে উঠেছে।’
শাহরুখের এই অনুরাগী জানান, এটা তার কাছে কোনও উন্মাদনা নয়। তার কথায়, ‘আমার মন যা চেয়েছে আমি তাই করেছি। আমি শুধু শাহরুখের সঙ্গে একবার দেখা করতে চাই।’ আনসারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা তার একাগ্রতার প্রশংসা করেন।
এক নেটাগরিক মন্তব্য করেন, ‘যখনই মুম্বাই যাই, আমি মন্নতের সামনে একবার হলেও যাই। যদি শাহরুখের একটা ঝলক দেখতে পাই, এই আশা। যদিও ওকে দেখার আশা শূন্য শতাংশ। তবুও আশা রাখি। একজন সত্যিকারের শাহরুখ-ভক্তই এই আনসারির অবস্থা বুঝতে পারবে।