যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি ছয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শনিবার সকালে ঢাকায় পৌঁছেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই সফর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।
প্রতিনিধিদলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, বিকালে ঢাকায় আসবেন।
তিনি দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন।
যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, ইউএসএআইডি এবং বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন বলে জানা গেছে।
গত ৮ অগাস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো এরকম উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ঢাকায় এলো।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রোববার সকাল সাড়ে ১০টায় যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি।
এর বাইরেও বৈঠক করার কথা রয়েছে তাদের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গেও ।