এবার ট্রাম্প রক্ষা পেলেন আরেক হত্যাচেষ্টা থেকে

সেপ্টেম্বর 16, 2024
by

আরেকটি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডনাল্ড ট্রাম্প । এই আততায়ীর হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয় তার নিরাপত্তার দায়িত্বের্ থাকা সিক্রেট সার্ভিস ।

রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প যখন নিজের গল্ফ কোর্সে খেলছিলেন, তখনই ঘটনাটি ঘটে।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প যেখানে গল্ফ খেলছিলেন সেখান থেকে কয়েকশ গজ দূরে গল্ফ কোর্সের সীমানায় ঝোপঝাড়ের মধ্যে এক বন্দুকধারীকে দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন সিক্রেট সার্ভিসের এজেন্টরা, কিন্তু সন্দেহভাজন পালিয়ে যায়।

সে ঝোপের মধ্যে যেখানে আত্মগোপন করেছিল সেখানে একটি একে-৪৭ ধরনের অ্যাসাল্ট রাইফেল ও অন্যান্য জিনিস পাওয়া যায়। সন্দেহভাজন একটি গাড়িতে করে পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এফবিআই প্রাথমিকভাবে এ ঘটনাটিকে ‘একটি হত্যা চেষ্টা’ বলে অভিহিত করেছে।
পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্র্র্যাডশো জানান, ট্রাম্প খেলা শুরু করার আগে গল্ফের হোলগুলোকে সম্ভাব্য হুমকি মুক্ত করছিলেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। তখন তারা দেখেন, ট্রাম্প যেখানে আছেন সেখান থেকে প্রায় ৪০০-৫০০ গজ দূরে ঝোপের ভেতর থেকে রাইফেলের একটি ব্যারেল বের হচ্ছে।

তখনই এজেন্টরা অন্তত চার রাউন্ড গুলি ছুড়ে বন্দুকধারীকে ব্যতিব্যস্ত করে তোলেন। তখন দুপুর প্রায় দেড়টার (স্থানীয় সময়) মতো বাজে।

এজেন্টদের গুলির মুখে বন্দুকধারী তার রাইফেল ফেলে দিয়ে দৌড়ে গিয়ে একটি কালো নিশান গাড়িতে চেপে পালিয়ে যায়। সে যেখানে অবস্থান নিয়ে ছিল সেখানে দুটি ব্যাগপ্যাক ও অন্যান্য জিনিস ফেলে যায়।

শেরিফ জানান, এক প্রত্যক্ষদর্শী বন্দুকধারীকে দেখতে পেয়ে সে চলে যাওয়ার আগেই তার গাড়ি ও গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে রাখতে সক্ষম হন।

“ঠিক যা করা উচিত ছিল সিক্রেট সার্ভিস তাই করেছে,“ বলেন ব্র্যাডশো। কিন্তু তিনি সন্দেহভাজনের নাম ও তার সম্ভাব্য উদ্দেশ্যের বিষয়ে কিছু বলতে রাজি হননি।

রয়টার্স জানায়, সন্দেহভাজন পালিয়ে যাওয়ার পর পুলিশ তার গাড়ির তথ্য জানিয়ে দিয়ে ফ্লোরিডার সব সংস্থাগুলোকে সতর্ক করে দেয়। এই তথ্যের সূত্র ধরে পাশের মার্টিন কাউন্টির শেরিফের ডেপুটিরা সন্দেহভাজনকে গল্ফ কোর্সের প্রায় ৬৫ কিলোমিটার দূর থেকে আটক করতে সক্ষম হন।
সিএনএন, ফক্স নিউজ ও নিউ ইয়র্ক টাইমস অনামা আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের উদ্ধৃত করে সন্দেহভাজনকে হাওয়াইয়ের বাসিন্দা রায়ান ওয়েসলি রুথ (৫৮) বলে শনাক্ত করেছে। কিন্তু এফবিআই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রয়টার্স সামাজিক মাধ্যম এক্স, ফেইসবুক ও লিঙ্কডইনে একজন রায়ান রুথের প্রোফাইল খুঁজে পেয়েছে। এই রুথই ওই সংবাদ সংস্থাগুলোর শনাক্ত করা ব্যক্তি বলে রয়টার্স মনে করছে। তবে সামাজিক মাধ্যমের এই একাউন্টগুলো গ্রেপ্তার সন্দেহভাজনেরই কি না, তা নিশ্চিত হতে পারেনি।

আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও গুলির ওই ঘটনার কয়েক ঘণ্টা পর থেকে ফেইসবুক ও এক্স এর এই প্রোফাইলগুলোতে আর প্রবেশ করা যাচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স।

রুথের নাম বহন করা ওই একাউন্টগুলো থেকে ধারণা পাওয়া গেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনের কট্টর সমর্থক রুথ। সে ইউক্রেইনের যুদ্ধে সহয়তা করতে সেনা সংগ্রহ করে সাহায্য করার চেষ্টা করেছে, বেশ কয়েকটি পোস্ট থেকে এমন ধারণা পাওয়া গেছে।

এক নির্বাচনী জনসভায় মাত্র দুই মাস আগে পেনসিলভেইনিয়ায় ট্রাম্প তাকে হত্যার উদ্দেশ্যে ছোড়া গুলিতে আহত হয়েছিলেন, তখন গুলি তার ডান কান চিরে বেড়িয়ে গিয়েছিল।

রয়টার্স বলছে, মাত্র সাত সপ্তাহের একটু বেশি সময় পর আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই ঘটনায় দুই শিবিরে বিভক্ত হয়ে পড়া ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা পরিস্থিতিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর নিরাপত্তা বজায় রাখার চ্যালেঞ্জ সামনে এল।

এই ঘটনায় নিশ্চিতভাবেই এ প্রশ্ন উঠবে যে ট্রাম্পকে কোন স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে । ওই সময়টিতে ট্রাম্প যে গল্ফ খেলছেন, সন্দেহভাজন তা কীভাবে বুঝলো তা পরিষ্কার হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ছাত্র জনতার আন্দোলনে হত্যাকান্ডে জড়িতদের বিচারসহ বেশ কিছু সিদ্ধান্ত আইন মন্ত্রণায়ের

ঢাকা, ১০ আগস্ট, ২০২৪ : ছাত্র জনতার আন্দোলনে হত্যাকান্ডে জড়িতদের

ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং অল