আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিবের দায়িত্ব পেলেন মো. গোলাম রব্বানী। এর আগে তিনি আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।
গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করে আজ এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিভাগের সচিব ( চলতি দায়িত্ব) মো. গোলাম রব্বানী-কে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হলো।
প্রসঙ্গত, গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ (মুন্সেফ) হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ০৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস ১৩ তম ব্যাচের সদস্য। এর আগে তিনি আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন -১), চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।