শিক্ষকের বেত্রাঘাতে চোখের আলো হারিয়েছে শিশু মাহিদুলের

সেপ্টেম্বর 18, 2024
by

ফেনীর দাগনভূঞায় তাপস মজুমদার নামে এক শিক্ষকের বেত্রাঘাতে চোখের আলো হারিয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শিশু মাহিদুল হাসানের। ঘটনার চার মাস পার হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ অবস্থায় একমাত্র ছেলের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে পরিবার। সন্তানের নিদারুণ কষ্টে মানসিকভাবে ভেঙে পড়েছেন মা-বাবা।

মাহিদুল দাগনভূঞা উপজেলার জগতপুর এলাকার ডাক্তার বাড়ির প্রবাসী রেয়াজুল হকের ছেলে। সে ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। অভিযুক্ত তাপস মজুমদার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাহিদুলের বাবা রেয়াজুল হক।

লিখিত বক্তব্যে মাহিদুলের মা হাসিনা আকতার বলেন, পড়া না পারার কারণে গত ১৪ মে বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলার রামানন্দপুর গ্রামের কামিনী মজুমদারের ছেলে তাপস মজুমদার আমার ছেলেকে বাঁশের কঞ্চি দিয়ে বেত্রাঘাত করলে ডান চোখের মণিতে আঘাত লাগে। সেদিন শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে নিয়ে অস্ত্রোপাচার করে চোখ থেকে বাঁশের কঞ্চি বের করা হয়। কিছুদিন পর মাহিদুলকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে দেড় মাস চিকিৎসা নেওয়ার পর ভারতের চেন্নাইয়ে নিয়েছি। এক পর্যায়ে চিকিৎসকদের অপারগতায় অসুস্থ সন্তানকে নিয়ে আবার দেশে ফিরে আসি।

তিনি বলেন, ঘটনাটি প্রথমে শিক্ষক তাপস মজুমদার স্বীকার করে তার ভুল হয়েছে বলেছিলেন। পরবর্তীতে আমরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিচার চেয়ে অভিযোগ করলে তার বড় ভাই রাজেস মজুমদার আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দেন। বর্তমানে ছেলের অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে তাদের হুমকিতে আতঙ্কে দিন পার করছি। আমি ওই শিক্ষকের যথোপযুক্ত বিচার চাই। 

মাহিদুলের বাবা রেয়াজুল হক বলেন, আমি প্রবাসে অনেক কষ্টে দিনযাপন করে সন্তানকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার চেষ্টা করছিলাম। কিন্তু এমন এক শিক্ষকের কারণে আজ সব স্বপ্ন শেষ হতে বসেছে। ঘটনার চার মাস পার হয়ে গেলেও কোনো এক অজানা কারণে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। শেষ পর্যন্ত ছেলেকে বাঁচিয়ে রাখতে পারব কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।  

এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস মজুমদারকে মুঠোফোনে কল করার চেষ্টা করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। পরে সাংবাদিক পরিচয়ে খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা ঢাকা পোস্টকে বলেন, তদন্তে এ ঘটনার সত্যতা মেলেছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের একটি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে তিন সাংবাদিক আটক

বগুড়ার শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে গিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত

বৈষম্য নিরসন ও সুশাসন নিশ্চিত হলেই রক্ত দেয়া স্বার্থক হবে : গুলিবিদ্ধ সাংবাদিক রিপন হাওলাদার

 বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে মারাত্মকভাবে