বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান সভাপতি ও একই বিভাগের মেসবাহ উদ্দীন মিহির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন মিহির বলেন, লেখক ফোরাম লেখক তৈরির পাশাপাশি একজন ভালো সংগঠক হতেও সাহায্য করে। এবার দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে তরুণদের নিয়ে কাজ করার এবং নিজেকে ভালো সংগঠক হিসেবে প্রমাণ করার সুযোগ এসেছে। আশা করি, সবার সহযোগিতা ও সমর্থন পেলে, চবি শাখাকে সেরা হিসেবে তার গর্বের জায়গাটি ফিরিয়ে দিতে পারব ইনশাআল্লাহ।
সভাপতি মাহফুজুর রহমান বলেন, আমাকে চবি শাখার সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। লেখালেখির মাধ্যমে তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাব। তরুণদের লেখালেখি উদ্বুদ্ধকরণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আত্ম-উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি জোর দেব।
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখিবিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।