চেন্নাই টেস্টের তৃতীয় দিনেই আচমকা আলো কেড়ে নিলেন সাকিব আল হাসান। চলতি টেস্টের শুরু থেকেই প্রশ্ন ছিল তাকে নিয়ে। কদিন আগেই কাউন্টিতে টানা ২৮ ওভার বল করা সাকিব কেন বোলিং আক্রমণে নিয়মিত নন, সেটা নিয়েই ছিল প্রশ্ন। তৃতীয় দিনে উত্তর মিলল। ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক জানালেন সাকিবের ইনজুরির খবর।
তৃতীয় দিনের খেলা শেষে সাকিবের ইনজুরি নিয়ে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছে। জবাবে তিনি জানিয়েছেন, ‘এই বিষয়টি নিয়ে আমি অবগত না। তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না।’
এর আগে দিনের শুরুতে সাকিবের বোলিং নিয়ে কথা বলার সময়ে ধারাভাষ্যকার কার্তিক বলেছিলেন, ‘তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে…সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি।’
কার্তিক আরও বলেন, ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।’
সাকিবের ইনজুরির কথায় যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে। কোচের সঙ্গে বিসিবিও জানে না সাকিবের ইনজুরি নিয়ে। ঢাকা পোস্টকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, সাকিবের সার্জারি হলে তো জানতেন তিনি। এছাড়া সাকিবের সবশেষ ইনজুরি নিয়ে তার কাছে কোনো তথ্য নেই।
এদিকে ইনজুরি থাকলেও আগামীকাল সাকিবের ব্যাটের দিকে আরেকবার তাকিয়ে থাকবে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা টাইগাররা শেষ করেছে ৪ উইকেটে ১৫৮ রানে। চতুর্থ দিনে অধিনায়ক শান্তর সঙ্গে ব্যাট হাতে নামবেন সাকিব। সামনে থাকা ৫১৫ রানের লক্ষ্য থেকে পরাজয়ের ব্যবধান নামিয়ে আনাটাই বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ।