বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে বিরাট কোহলি এবং সাকিব আল হাসানের মধ্যকার মজার বাচালতা দর্শকদের মন জয় করে নিয়েছিল। এই ঘটনায় আরও একজনের নাম জড়িয়ে পড়েছে, তিনি হলেন সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।
চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ব্যাটিং করছিল। সাকিব আল হাসান কোহলিকে টানা দুটি ইয়র্কার লেংথের বল করেন। এই দুর্দান্ত বোলিং দেখে কোহলি মজা করে সাকিবকে জিজ্ঞেস করেন, “মালিঙ্গা হয়ে গেলে নাকি? ইয়র্কারের পর ইয়র্কার মারছ?”
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে মালিঙ্গা নিজেও এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনা তিনি খুব উপভোগ করেছেন।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া লাসিথ মালিঙ্গা তাঁর টানা ইয়র্কারের জন্য বিখ্যাত ছিলেন। চেন্নাই টেস্টে বাঁহাতি স্পিনে দুটি ইয়র্কার করে সাকিব আল হাসান যখন ফিল্ডিংয়ে যাচ্ছিলেন, তখন বিরাট কোহলি তাঁকে ‘মালিঙ্গা’ বলে ডেকেছিলেন। এই মজার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতের পত্রিকা আজকালের প্রতিবেদন অনুযায়ী, কোহলি প্রথমে সাকিবকে ‘তুমি আমার মালি’ বলে সম্বোধন করেছিলেন। সাকিব কথাটি বুঝতে না পেরে কৌতূহলের দৃষ্টিতে তাকালে কোহলি মালিঙ্গার প্রসঙ্গ টানেন। দুজনের এই আলাপচারিতা মাঠে উপস্থিত সকলকে হাসিয়েছে।
সাকিবও কোহলির এই মজার কথা শুনে হেসে দিয়েছিলেন। বোঝাই যাচ্ছিল, তিনিও এই তুলনা উপভোগ করেছেন। দুই ক্রিকেটারের এই বন্ধুত্বপূর্ণ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সাম্প্রতিক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়েছে যে শ্রীলঙ্কার ক্রিকেটের কিংবদন্তি পেস বোলার লসিথ মালিঙ্গার নজরেও এসেছে। ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে মালিঙ্গা নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন এবং সিংহলিজে লিখেছেন, “নিয়ামাই মাল্লি”। সিংহলিজ ভাষায় ‘নিয়ামাই’ বলতে বোঝায় ‘চমৎকার’ বা ‘দারুণ’, আর ‘মাল্লি’ বলতে বোঝায় ‘ভাই’। মালিঙ্গার এই প্রতিক্রিয়ায় ভিডিওটি আরও বেশি করে ভাইরাল হয়েছে।