হবিগঞ্জের বাহুবল উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর কুদ্দুসের বাড়ির কবরস্থান থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নবজাতকটি উদ্ধার করা হয়।
জানা যায়, ইসলামপুর গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবরস্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। এ সময় তারা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখে। শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো ছিল। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
হবিগঞ্জ সমাজসেবার উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করার বিষয়টি শুনেছি। শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে। এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি।