মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় সম্মিলিত ওলামা পরিষদের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে মহানবীকে নিয়ে কটূক্তি করেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) মিছিলটি শহরের মিফতাহুল উলুম মাদ্রাসা হয়ে শহর প্রদক্ষিণ করে পৌর অডিটরিয়ামের সামনে একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এছাড়াও এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নেতাকর্মীরা।
সমাবেশে ভারতবিরোধী বিভিন্ন স্লোগান ও উল্লেখিত ভারতীয় নেতাদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি তোলেন আলোচকরা। সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত ওলামা পরিষদের উপদেষ্টা ও জামায়াতের ওলামা বিভাগের জেলা সভাপতি নুরুল্লাহ ভুঁইয়া, সম্মিলিত ওলামা পরিষদের আহ্বায়ক গাজী আব্দুর রহিম।
এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নেত্রকোনা পৌর কমিটির আহ্বায়ক সভাপতি আহমেদ বিন আব্দুল খালেক ও সেক্রেটারি দেলওয়ার হোসেন সিদ্দিকী।