টিজার মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি “ভুল ভুলাইয়া ৩” ব্যাপক সাড়া ফেলেছে এবং মোটা অঙ্কের টাকা আয় করে নিয়েছে। যদিও ছবিটি আনুষ্ঠানিকভাবে ১ নভেম্বর মুক্তি পাবে, তবুও ডিজিটাল, স্যাটেলাইট এবং মিউজিক রাইটস বিক্রি করে নির্মাতারা ইতিমধ্যেই প্রায় ১৩৫ কোটি রুপি আয় করে ফেলেছেন। মোট ১৫০ কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবিটিতে কার্তিক আরিয়ান, ত্রিপ্তি দিমরি এবং বিদ্যা বালন অভিনয় করেছেন।
নেটফ্লিক্স “ভুল ভুলাইয়া ২”-এর সাফল্যের পর “ভুল ভুলাইয়া ৩”-এর ডিজিটাল রাইটসের জন্য বড় অঙ্কের টাকা দিয়েছে। অন্যদিকে, স্যাটেলাইট রাইটস সনি নেটওয়ার্কের কাছে রয়েছে। মিউজিকের ক্ষেত্রে টি-সিরিজ নিজেরাই মূল্য নির্ধারণ করেছে এবং অ্যালবামে ৫টি সুপারহিট গান থাকায় তারা বড় লাভের আশা করছে।
পরিচালক অনীস বাজমি এবং প্রযোজক ভূষণ কুমার “ভুল ভুলাইয়া ৩”কে বড় পরিসরে নির্মাণ করেছেন। “ভুল ভুলাইয়া ২”-এর সাফল্যের পর হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির এই নতুন ইনস্টলমেন্টটি আগামী ১ নভেম্বর, ২০২৪ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মূলত, ছবি মুক্তি পাওয়ার আগেই “ভুল ভুলাইয়া ৩” বক্স অফিসে হিট হয়ে গেছে বলা যায়। ডিজিটাল, স্যাটেলাইট এবং মিউজিক রাইটস বিক্রি করে নির্মাতারা ইতিমধ্যেই বড় লাভ করেছেন। এখন দেখার বিষয়, ছবিটি সিনেমা হলে কতটা সাফল্য পায়।