টেস্ট সিরিজ জয়ের পর রঙিন পোশাকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। সিরিজে সমতা ফেরাতে আজ দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচ ভারতের জন্য সিরিজ নির্ধারণী হলেও, শান্তদের জন্য বাঁচা- মরার লড়াই। সিরিজ বাঁচাতে যে এই ম্যাচে জিততেই হবে টাইগারদের।
ফলে এই ম্যাচের একাদশ নিয়ে রয়েছে নানা জল্পনা। প্রথম ম্যাচে বাংলাদেশের ভরাডুবি পারফরমেন্সের ফলে আজ দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে শান্তদের। মিডেল অর্ডারে জাকের আলী অনিককে বসিয়ে একাদশে শেখ মাহেদী আসতে পারে। এদিকে তিন পেসার নিয়ে আজও মাঠে নামতে পারে টাইগাররা। তবে গুঞ্জন রয়েছে প্রথম ম্যাচে বাজে বোলিং করা তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে।
এদিকে ধারনা করা হচ্ছে ভারতের একাদশে পরিবর্তন আসতে পারে। ভারতীয় গণমাধ্যমে দাবি এ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আনতে পারে কোচ। ভারতীয় দুই পরিবর্তনের একটি হতে পারেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব। টাইগারদের বিপক্ষে অভিষেক ম্যাচে ২১ রানে নেন ১ উইকেট। ওভার লোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে বিশ্রাম দিতে পারে। ভারতীয় গণমাধ্যমের দাবি তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন ২২ বছর বয়সী পেসার হারশিত রান।
প্রথম ম্যাচে অভিষেক হয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির। তবে বোলিংয়ে রংহীন থাকলে ব্যাটিং ১৫ বলে ১৬ রানে ইনিংস খেলেন এ অলরাউন্ডার। তাকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একাদশে ফিরতে পারেন তিলক ভার্মা।
এদিকে এই ম্যাচের মধ্য দিয়ে আড়াই বছর পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফিরছে টি-টোয়েন্টি ক্রিকেট। তবে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্থির দিল্লির পরিসংখ্যান। সব মনে দিল্লির এই স্টেডিয়ামে এখন পর্যন্ত গড়িয়েছে মাত্র ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তার মধ্যে ভারত এখানে খেলেছ মাত্র ৩টি ম্যাচ। যেখানে তাদের জয় শুধু মাত্র ১টা ম্যাচে। এদিকে বাংলাদেশের জয় শতভাগ।
একটা মাত্র টি-টোয়েন্টি খেলে জয় পেয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি জয়টা এসেছে এই মাঠেই, ২০১৯ সালে। ভারতের মাটিতে তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে যা এখন পর্যন্ত প্রথম ও একমাত্র জয়। এবাদে ভারতের বিপক্ষে ১৫ বারের দেখায় ১৪ ম্যাচেই হারের মুখ দেখছে বাংলাদেশ।
এছাড়া মাঠের পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে দিল্লিতে হওয়া সাতটি টি-টোয়েন্টির মধ্যে আগে ব্যাট করা দল জিতেছে ৩টি ম্যাচে, আর পরে ব্যাট করে জেতার রেকর্ড চারবার। তবে পরিসংখ্যান বলছে, এই মাঠে ৭ ম্যাচের ৫টিতেই জিতেছে টসজয়ী দল।