প্রথম ওয়ানডেতে আফগান রহস্য স্পিনার আল্লাহ্ মোহাম্মদ গাজানফারের বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও টাইগার শিবিরে প্রথম আঘাত হানলেন আফগান তরুণ এই স্পিনার। ভালো শুরুর পরও থিতু হতে না পেরে সাজঘরে ফিরে গেলেন ওপেনার তানজিদ হাসান তামিম।
আজ (শনিবার) শারজাহতে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শুরুটা খারাপ করেননি। দলীয় ২৮ রানের মাথায় ছেদ ঘটালেন গাজানফার।
চতুর্থ ওভারের প্রথম বলে গাজানফারের ফুল টস ডেলিভারিতে ছক্কা হাঁকিয়েছিলেন তানজিদ হাসান। পরের বল আবারও বড় শটের চেষ্টা চালালেন। কিন্তু মিড অনে নবির বিশ্বস্ত হাতে ধরা পড়ে গেলেন এবার। ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২২ রান করেছেন তানজিদ তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৮ রান। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত।
এদিকে, চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হয়েছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের। এ ছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় দলে ফিরেছেন আরেক স্পিনার নাসুম আহমেদ। এই সংস্করণে সর্বশেষ গত বছর বিশ্বকাপে খেলেছিলেন নাসুম।