দুর্ভাগ্যবান পিনাক ঘোষ। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্কের ম্যাজিক ফিগারটি ছোঁয়া হয়নি তার। ৯৯ রানে থামতে হয়েছে তার। তবে তারই সতীর্থ সিলেট বিভাগের অন্য ব্যাটার অমিত হাসানের দিনটা কাটল দারুণই। ১০৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন তিনি। তার সেঞ্চুরিতে চড়ে ২৪৪ রানের ভালো শুরু পেল টেবিলের শীর্ষে থাকা সিলেট। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ঢাকা মেট্রোর শামসুর রহমান।
জাতীয় লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে শনিবার (৯ নভেম্বর) কক্সবাজারের একাডেমি মাঠে খুলনা বিভাগের বিপক্ষে আগে ব্যাটিং করা সিলেট ৩ উইকেটে করে ২৪৪ রান। একাই তিন উইকেট নেন খুলনার স্পিনার শেখ মেহেদী হাসান। সিলেটে লিগের তৃতীয় রাউন্ডে দুই ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই স্পিনার।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেটে ২৩৬ রান করেছে বরিশাল বিভাগ। ব্যাটিং ব্যর্থতার দিনে দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেছেন তাসামুল হক। এ ছাড়াও ৪৩ রানে অপরাজিত থেকে ইনিংসের ভিত ধরে রাখেন মঈন খান। চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট নেন এনামুল হক ও আশরাফুল হাসান।
রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেছে রংপুর বিভাগ। একাই ৬ উইকেট নেন রাজশাহীর বোলার সাব্বির হোসেন। পরের শেষ বেলায় ১ উইকেটে ৩৯ রান তোলে রাজশাহী। ১৫০ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের শুরু করবে রাজশাহী। সিলেটের একাডেমি মাঠে প্রথম দিন শেষে ঢাকা বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৬ উইকেটে ২৩৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করে শামসুর রহমান। ১৪ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি তার। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আইচ মোল্লার। ঢাকা বিভাগের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার এনামুল হক।