চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির জন্য গেল (শুক্রবার) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে আসন্ন এই টুর্নামেন্টেও খেলা হচ্ছে না বাংলাদেশি অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার শেখ ইমতিয়াজ শিহাবের। ঘরের মাঠে সবশেষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও ছিলেন না দলে।
লেগ স্পিন বল করে স্কুল ক্রিকেট থেকেই সকলের নজরে রয়েছেন শিহাব। তবে চোখের ইনজুরিতে ভুগছেন তিনি। সবশেষ চলতি মাসেই ব্যাংকক থেকে ডাক্তার দেখিয়ে এসেছেন তিনি। তবে সঙ্গে রয়েছেন সোল্ডার ইরজুরি। সবমিলিয়ে মাঠে ফিরতে লাগবে দিন বিশেক। যে কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না তরুণ লেগি শিহাবের। বর্তমানে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া প্রতি মাসেই একবার করে ব্যাংককে দেখানোর পরামর্শ দিয়েছেন সেখানকার ডাক্তার।
এদিকে শিহাবের ইনজুরি নিয়ে অনুর্ধ্ব ১৯ দলের নির্বাচক এহসানুল হক সিজান বলেন, ‘সে দারুণ বোলার, তাকে সবসময় পর্যবেক্ষণে রাখা হয়। সে সবসময় আমাদের প্লানের মধ্যেই আছে।’ সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে তরুণ ক্রিকেটারদের নিয়ে এবারের আসর। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।
প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে সেমি ফাইনাল। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল, আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর।টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে। সবশেষ গেল বছর ২০২৩ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুবারা।