যুক্তরাষ্ট্র ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ। ইউরোপিয় ক্লাব ফুটবলেও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য তার বেশ ভালো অবস্থান রয়েছে। তবে এবার তিনি খবরের শিরোনাম হয়েছে ভিন্ন কারণে। আর তা হচ্ছে– দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের অনুকরণে নাচ। কনকাকাফ নেশন্স লিগের ম্যাচে গোলের পর পুলিসিচ একইভাবে নেচে উদযাপন করেছেন।
গতকাল (সোমবার) রাতে কনকাকাফের ম্যাচে জ্যামাইকাকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে দলটির অধিনায়ক পুলিসিচ জোড়া গোল করেছেন। এ নিয়ে মরিসিও পচেত্তিনো কোচ হওয়ার পর থেকে তিন ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট রয়েছে তার। গতকালের ম্যাচে নিজের প্রথম গোলের পরই বর্তমানে পরিচিত ও ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ দিয়েছেন পুলিসিচ।
সতীর্থ ওয়েস্টন ম্যাককেনির দূরপাল্লার পাস তড়িৎ গতিতে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন এই ইউএসএ ফরোয়ার্ড। পরে কর্নার লাইনের কাছে গিয়ে নাচেন ট্রাম্পের অনুকরণে। তার সেই উদযাপনে যোগ দেন ম্যাককেনি ও রিকার্ডো পেপিরা। মূলত দেশটিতে ওই নাচটি এখন বহুল আলোচিত। গত রোববার একইভাবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) একটি ম্যাচেও সেভাবে নেচে উদযাপন করেছেন লাস ভেগাস রাইডার্সের কয়েকজন তারকা।
এর নেপথ্যে কী কারণ থাকতে পারে, রাজনৈতিকভাবে এসব তারকা ক্রীড়াবিদ কি ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন এমন কিছু? এমন আলোচনা শুরুর পর নিজের উদযাপনের ব্যাখ্যা দিয়েছেন পুলিসিচ। যুক্তরাষ্ট্রের এই ফুটবল অধিনায়ক বলেন, ‘আমি গতকাল (রোববার) এনএফএলের ম্যাচে সবাইকে এই উদযাপন করতে দেখেছি। জন জোন্স (এনএফএল তারকা) এভাবে নেচেছেন এবং আমরাও মজার ছলে এটা করেছি গোলের পর।’
এর সঙ্গে রাজনীতির কোনো যোগসাজশ নেই বলেও স্পষ্ট করেছেন পুলিসিচ, ‘আমার মতে এটি মজার এক নাচ। তবে এটি ‘‘ট্রাম্প ডান্স’’ না পেলেও, সবাই এটিকে কেবল একটি নাচ হিসেবেই দেখছে। তিনি (ট্রাম্প) এমন একজন, যিনি মজার এই নাচের উদ্ভাবক। এটি কোনো রাজনৈতিক নাচ নয়। এতে মানুষ কেবলই মজা করার উদ্দেশ্যে অনুকরণ করছে। আমি অনেককেই এভাবে নাচতে দেখেছি এবং মনে হয়েছে মজার এই নাচ আমারও উপভোগ করা যেতে পারে।’
জাতীয় দল ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে দারুণ সময় পার করছেন পুলিসিচ। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের চতুর্থ সর্বোচ্চ গোলস্কোরার এরিক উইনাল্ডার ৩৫ গোলের রেকর্ড তিনি ছাড়িয়ে গেছেন। ক্লাবের হয়েও চলতি মৌসুমের ১৫ ম্যাচে গোল-অ্যাসিস্ট করেছেন ১২টি।