চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্ডা ট্যাবলেটসহ এলাকার চিহ্নিত মাদক কারবারি সজনী খাতুন (৩৫) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সজনী খাতুন বোয়ালমারী গ্রামের তারেক আজিজের স্ত্রী।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, দুপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বোয়ালমারী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ট্যাপেন্ডা ট্যাবলেটসহ সজনী খাতুন কে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বামী তারেক আজিজ পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ১৪ জন সদস্য ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনীর ১৬ জন সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।