দীর্ঘ সময় ধরে জাতীয় দলে ছিলেন না শারমিন আক্তার সুপ্তা। চলমান আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আবারও ফিরেছেন। দলে সুযোগ পেয়েই খেললেন নান্দনিক এক ইনিংস। মিরপুরে প্রথম ওয়ানডেতে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেছেন সুপ্তা। তিন রানের আক্ষেপে পুড়তে না হলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে পারতেন।
দীর্ঘ সময় ধরে জাতীয় দলে না থাকলেও এই ব্যাটার নীরবে কাজ করে গিয়েছেন কোচ সালাউদ্দিনের কাছে। সুপ্তার এমন প্রত্যাবর্তন নিয়ে আজ শুক্রবার নারী দলের ব্যাটিং কোচ নাসিরুদ্দিন ফারুক বলেন, ‘আমার কাছে মনে হয় সুপ্তা অনেক পরিশ্রমী। ওর অনুশীলনের প্যাটার্ন আগে থেকেই ভালো ছিল। সালাউদ্দিন ভাইয়ের কাছে সবসময় নার্সিংয়ে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে ভালো লেগেছে ওর যে খেলার প্যাটার্ন, প্রসেস সেটাকে ব্যাক করেছে নিজের খেলাটাকে। সেটার জন্য মানসিকভাবে অনেক ভালো অবস্থায় ছিল।’
সুপ্তার এমন বদলে যাওয়া নিয়ে ফারুক বলেন, ‘সেটা আমি প্রথমে বলেছি মানসিকতা। ব্যাটিংয়ের প্যাটার্ন ও ওয়ার্ক এথিকস সবসময় ভালো ছিল। খুব পরিশ্রমী। মেয়েদের ক্রিকেটে এ ধরনের ইনিংস খুব একটা দেখা যায় না। একটা জিনিস ভালো লাগছে, আগে আপনারা সবসময় বলতেন আমরা একজনের ওপর নির্ভর; তবে এখন মনে হচ্ছে সবাই সক্ষম রান করার জন্য।’