সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। ২০১৪ সালে দায়ের দুটি মামলা থেকে তাকে খালাস দিয়েছেন আদালত।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২য়) আদালতের বিচারক ছগির আহমেদ মামলা দুটি খারিজ করে তারেক রহমানকে খালাস রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি মামলা করা হয়েছিল। এর একটি করেছিলেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং অপরটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা।
সে সময়ের আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সিলেটের শাহপরাণ থানার ওসিকে নির্দেশ দেন।
মামলা দুটিতে অভিযোগ করা হয়, ওই বছরের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন।
তবে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের মামলা দুটি এক দশক পর রোববার আদালত খারিজ করে দেন।