বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চলাকালে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডেতে পারফর্ম করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কেসি কার্টি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন জনসন চার্লস।
টি-টোয়েন্টি সিরিজে শাই হোপ, শারেফান রাদারফোর্ডকে পাচ্ছে না উইন্ডিজ। মূলত বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন তারা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে দেশের হয়ে এই সিরিজে থাকছেন না তারা। একই কারণে সিরিজে শেষ ম্যাচ খেলবেন না আকিল হোসেন।
প্রথম দুই ম্যাচের পর আকিলের বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন জেডেন সিলস। আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
বাংলাদেশ স্কোয়াড :
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।