টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন শেখ মেহেদী হাসান। প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অফ স্পিন অলরাউন্ডার। বছরের শেষ র্যাঙ্কিং হালনাগাদে ক্যারিয়ারসেরা রেটিং পেয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেনরাও। বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে এসব তথ্য উঠে এসেছে।
উইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টিতে ঐতিহাসিক সিরিজ জয়ে অবদান রাখেন মেহেদী। ৩ ম্যাচে ৫.৭৫ গড় ও ৪.১৮ ইকোনোমিতে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সিরিজসেরার পুরস্কারও উঠেছিল মেহেদীর হাতেই। এবার বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এসে দশমস্থানে জায়গা করে নিয়েছেন ৩০ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। অলরাউন্ড র্যাঙ্কিংয়েও এগিয়েছেন শেখ মেহেদী। ১০ ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে।
দারুণ ছন্দে থাকা তাসকিনও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে এখন ১১তম স্থানে তিনি, যা তাসকিনের ক্যারিয়ারসেরা। রিশাদ এগিয়েছেন ২১ ধাপ। ৬২১ রেটিং নিয়ে তার অবস্থান এখন ১৭তম। এ ছাড়াও হাসান মাহমুদ ৫৯৭ রেটিং নিয়ে আছেন ২৪তম স্থানে। আর পেসার তানজিম হাসান সাকিব ১৬ ধাপ এগিয়ে মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে আছেন ৪৫তম স্থানে। তবে ছুটিতে থাকা মোস্তাফিজুর রহমান ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৬তম স্থানে। বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন উইন্ডিজ তারকা স্পিনার আকিল হোসেন।