বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার, যিনি সম্প্রতি অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
সাম্প্রতিক এশিয়া কাপ স্কোয়াড থেকে বিশ্বকাপ দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। মাত্র দুটি পরিবর্তন করা হয়েছে। মাহারুন নেছা ও আরভিন তানি দল থেকে বাদ পড়েছেন, আর তাদের জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম।
বিশ্বকাপের ২০২৫ আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি। মালয়েশিয়ার বায়োমাস ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ, যার ফাইনাল নির্ধারিত রয়েছে ২ ফেব্রুয়ারি। এবারের আসরে ১৬টি দল অংশ নেবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
অধিনায়ক: সুমাইয়া আক্তার
দল: আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়ারিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার এবং সাদিয়া ইসলাম।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: আশরাফি ইয়াসমিন আর্থি, লেকি চাকমা, আরভিন তানি, মহারুন নেসা
বাংলাদেশের এই দলটি বিশ্বকাপে ভালো ফলাফল করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে। নতুন দলে অভিজ্ঞ এবং তরুণ প্রতিভার সমন্বয় ভবিষ্যতের জন্যও আশা জাগাচ্ছে।