চবি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল-শিবিরের সংহতি

জানুয়ারি 4, 2025
by

ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো ও পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। শনিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল, ভর্তি আবেদন ফি কমানোসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। প্রশাসনের সাথে শিক্ষার্থীরা বৈঠক করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে শিক্ষার্থীদের ৯ দফা দাবি যৌক্তিক ও প্রাসঙ্গিক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল, ভর্তি আবেদন ফি ২০০ টাকা করাসহ আরও ৭ দফা দাবি পেশ করেন।

নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পক্ষে নানা কাজ করে যাচ্ছে। প্রশাসনের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশাও অনেক। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করলে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে আরও আস্থা ও মেলবন্ধন স্থাপিত হবে। চবি ছাত্রদল শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো দাবির পক্ষে কাজ করে যাবে।

অপর এক বিবৃতিতে চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহীম বলেন, চলমান আন্দোলনের দাবিগুলো সব শিক্ষার্থীরই দাবি। গত ২৭ ডিসেম্বর চবি ছাত্রশিবির ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো ও সকল অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে বিবৃতি দেয়। এ ছাড়া গত ২৪ সেপ্টেম্বর প্রদত্ত চবি ছাত্রশিবিরের ২৪ দফা দাবির মধ্যে অন্যান্য দাবিগুলো অন্তর্ভুক্ত ছিল। এরই ধারাবাহিকতায় চলমান আন্দোলনের সাথে চবি ছাত্রশিবির সংহতি প্রকাশ করছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো–

১. ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা করতে হবে।
২. পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করতে হবে।
৪. শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে বন্ধ হলগুলোতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন দুইটি হল নির্মাণ করতে হবে এবং কটেজের শিক্ষার্থীদেরও হলের মেসে অন্তর্ভুক্ত করতে হবে।
৫. ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে।
৬. অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে।
৭. অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে।
৮. প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনভিত্তিক করতে হবে।
৯. সম্প্রতি ঘটে যাওয়া গুপ্ত হামলার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে ও শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ

রংপুরে শেখ হাসিনা-কাদেরসহ ৬৪ জনের নামে হত্যা মামলা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল তাহির