পবিত্র রমজান মাসে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান যেন ঢাকা শহরের সড়ক/রাস্তায় খোঁড়াখুঁড়ি না করে সেজন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আগামী ২ মার্চ (সম্ভাব্য) হতে পবিত্র মাহে রমজান মাস শুরু হবে। রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেট কেন্দ্রিক জনসাধারণের চলাচল বৃদ্ধি পাবে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার পূর্বেই তাদের কার্যক্রম সম্পাদন করবেন।
ফলে রমজান মাসে সড়কে যানবাহনের চাপ অত্যাধিক থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রায়শই লক্ষ্য করা যায় যে, রমজান মাসেও বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখা হয় যার ফলে সড়ক সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/হাসপাতাল/মার্কেটে পৌঁছাতে পারেন না। এই জনভোগান্তি হ্রাস করার লক্ষ্যে পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীর সড়ক সমূহে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে আরম্ভ করা সমীচীন হবে না।
এমতাবস্থায়, পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীতে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে আরম্ভ না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।