চ্যাম্পিয়ন্স ট্রফির পর অনেকেই হয়তোবা রোহিত শর্মার শেষ দেখে ফেলেছিলেন। তবে শিরোপা জয়ের পর তিনি জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। ভারত অধিনায়ককে আরো বেশ কিছু দিন মাঠে দেখা যাবে। এ জায়গায় রোহিত সঙ্গে একমত এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার মনে করেন, এখনো দলকে অনেক কিছু দিতে পারেন রোহিত। শুধু নেতৃত্ব দিয়ে নয়, ব্যাটিং দিয়েও দলে অবদান রাখতে পারেন রোহিত। তার ধারণা, সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন রোহিত।
ডি ভিলিয়ার্স বলেন, ‘অন্যান্য অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের শতাংশ দেখুন, প্রায় ৭৪ শতাংশ, আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে। রোহিত নিজেও জানিয়ে দিয়েছে যে, সে অবসর নিচ্ছে না এবং তার অবসর নিয়ে গুজব ছড়ানো বন্ধ করার অনুরোধ করেছে।’
‘কেন সে অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার ৮৩ বলে ৭৬ রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে।’-যোগ করেন তিনি।
রোহিত ব্যাটিং ফর্ম এখনো তার পক্ষে কথা বলে এমনটাই ধারণা ডি ভিলিয়ার্সের। তিনি বলেন, ‘রোহিত শার্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। তার কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই। তার রেকর্ডই তার হয়ে কথা বলে। শুধু তাই নয়, সে তার খেলাকেও কিছুটা বদলে ফেলেছে। পাওয়ার প্লেতে যদি আমরা তার স্ট্রাইক রেট দেখি, একজন ওপেনিং ব্যাটসম্যানের জন্য তা খুবই কম ছিল আগে। কিন্তু ২০২২ সাল থেকে প্রথম পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ১১৫-তে পৌঁছে গিয়েছে।’
‘এটাই একজন ভালো এবং গ্রেট খেলোয়াড়ের মধ্যে পার্থক্য। নিজের খেলা পরিবর্তন করা এবং আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়া। সবসময় নতুন কিছু শেখার এবং আরও ভালো করার সুযোগ থাকে।’-যোগ করেন তিনি।