‘বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ফিরতে দেওয়া উচিত হবে না’

মার্চ 21, 2025
by

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে অনেকে অনেক মতামত দিচ্ছেন। গত ১৬ বছর ধরে আমরা যত ভাই-সন্তান হারিয়েছি এসবের বিচার যতদিন না হয়, ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে ফিরতে দেওয়া উচিত হবে না।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দক্ষিণ রাঙ্গুনিয়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের বলেন, আমাদের অনেক আত্মীয়স্বজন আওয়ামী লীগ করেন। যারা আওয়ামী লীগের সঙ্গে আছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অনেকেই সমর্থন করেন, তাদের মাফ করা যায়৷ কিন্তু তার আগে তাদের ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের মানুষরা যারা রাঙ্গুনিয়ায় আছে তারা ঘোমটা পরে লুকিয়ে আছে। শোনা যাচ্ছে এখনো রাতে তারা হামলা করছে বিএনপির নেতাকর্মীদের ওপর।

তিনি বলেন, তার একটাই কারণ- আমাদের মন বড়, মোমবাতির আলো দিয়ে তাদের খুঁজছি না, তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি না। তবে তাদের সতর্ক করছি, তারা যদি ভালো না হয়ে যায়, মামলা আরও আসবে। হামলা এবার তারা করবে না, হামলা কোথা থেকে হবে সেটা আপনারা বুঝে নেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই, রাজনীতি করতে চাই।

হুম্মাম কাদের বলেন, আমাদের দলের মধ্যে কিছু মানুষ আছে, যারা উসকানি দিচ্ছে। আমাদের মধ্যেই কিছু কিছু মানুষ আছে, যারা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাদের সতর্ক করে বলছি, তারেক রহমানের নির্দেশ- যারা এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এখানে গ্রুপিং দেখা হবে না, সে আমার ঘরের মানুষ হলেও ছাড় দেওয়া হবে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবাই উত্তাল হয়ে গেছে নির্বাচন নিয়ে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচন কখন হবে। কিন্তু আমি নির্বাচন নিয়ে ব্যস্ত না৷ নির্বাচন যদি দশ বছর পরেও হয়, এই সামনের দশ বছর আমি আপনাদের পাশে থাকব। ২০০৮ সালের নির্বাচনে হাছান মাহমুদ বলেছিল, তার মতো আমার বাবার কোনো ডিগ্রি নেই। আমি তখন বলেছিলাম, আমার বাবা ৩৩ বছর রাঙ্গুনিয়া রাউজান আর ফটিকছড়ির গোলামি করে ডিগ্রি নিয়েছেন তাদের থেকে। আমিও একই ডিগ্রি আপনাদের থেকে নেব। সামনের নির্বাচনে বেগম জিয়া-তারেক রহমান যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী কাজ করব।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপি নেতা লায়ন শওকত আলী নূর। হেলাল উদ্দিন আহমেদ ও আবুল হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মহসিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. কামাল হোসেন চৌধুরী, উত্তরজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, সাবেক পৌর মেয়র নুরুল আমিন, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি মো. আনছুর উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইউসুফ শিকদার, সৈয়দ মোহাম্মদ সাবের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জনগণের চেতনা ও সেন্টিমেন্টকে ধারণ করতে হবে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের চেতনা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য টেস্ট ক্রিকেটে একটি অনন্য অধ্যায় রচিত