মৃত মুরগি নিয়ে বিচার চাইতে থানায় নারী, পেলেন ছাত্রদল নেতার সহায়তা

এপ্রিল 7, 2025
by

ভিক্ষার টাকায় কেনা পাঁচটি মুরগির আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে বিচারের আশায় থানায় ছুটে গিয়েছিলেন লালমনিরহাটের অসহায় রশিদা বেগম। মৃত মুরগিগুলো নিয়ে থানায় তার কান্নাভেজা অভিযোগ অনেকের হৃদয় ছুঁয়ে যায়। এই ঘটনার পর স্থানীয় ছাত্রদল নেতা ও যুবকেরা তার পাশে দাঁড়িয়েছেন, দিয়েছেন মানবিক সহায়তা।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকার বাসিন্দা রশিদা বেগম তার মৃত পাঁচটি মুরগি নিয়ে সদর থানায় হাজির হন। 

জানা যায়, ভিক্ষা করে জমানো টাকায় তিনি মোট ১১টি মুরগি কিনেছিলেন। এর মধ্যে ৫টি মুরগি মারা যাওয়ায় তিনি ভেঙে পড়েন। শত্রুতা করে কেউ বিষ প্রয়োগে মুরগিগুলো মেরে ফেলেছে, এমন সন্দেহে তিনি ন্যায়বিচারের জন্য থানায় আসেন। থানায় এসে কান্নায় ভেঙে পড়লেও প্রথমে তিনি লিখিত অভিযোগ দেননি, কেবল মৌখিকভাবে নিজের চরম ক্ষতির কথা জানান এবং সৃষ্টিকর্তার কাছে বিচার প্রার্থনা করেন। পরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রশিদা বেগমের এই অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়লে পরদিন রোববার (৬ এপ্রিল) বিকেলে তার বাড়িতে ছুটে যান লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বিপ্লব হোসেনসহ কয়েকজন যুবক। তারা রশিদা বেগমের খোঁজখবর নেন, তাকে সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য ৫টি জীবিত মুরগি উপহার দেন। এছাড়া কয়েকজন বিকাশে নগদ দুই হাজার টাকা পাঠান। অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে রশিদা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সহায়তাকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিপ্লব হোসেন ও তার সঙ্গীদের এই উদ্যোগের পর আরও অনেকেই ফোন বা অন্যান্য মাধ্যমে রশিদা বেগমের খোঁজ নিচ্ছেন এবং সহায়তার আগ্রহ দেখিয়েছেন।

এদিকে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, রশিদা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মুরগিগুলোর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় কারো দায় প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের তদন্তের আশ্বাস এবং ছাত্র-যুবকদের মানবিক সহায়তায় রশিদা বেগম কিছুটা হলেও মানসিক শক্তি ফিরে পাচ্ছেন। তার ক্ষতি হলেও সমাজের এই সহমর্মিতা তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে সিএমএইচে ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ দুপুরে

ফের মিরাজের আঘাত, এবার সাজঘরে আইয়ুব

শান মাসুদের পর এবার ফিফটি করা আরেক ব্যাটার সাইম আইয়ুবকে