ওপার বাংলার তারকা দম্পতি সুদীপ মুখার্জি ও পৃথার ডিভোর্স নিয়ে ভক্তমহলে যেন তোলপাড় চলছে। গত শনিবার সামাজিক মাধ্যমে অভিনেতার স্ত্রী বিচ্ছেদ ঘোষণা করেন। এরপর অভিনেতা জানান, বিষয়টি সত্যি নয়- প্র্যাঙ্ক করেছেন তার স্ত্রী। আদতে সেটি প্র্যাঙ্ক বা মিথ্যাও নয়। অভিনেতার স্বীকারোক্তি, সত্যিই বিচ্ছেদ হয়েছে তাদের, তবে খবরটি গোপন রাখতে চেয়েছিলেন।
এদিকে সুদীপের স্ত্রী প্র্যাঙ্ক করায় বা ডিভোর্স নিয়ে রসিকতা করার কারণে একহাত নেয় নেটিজেনরা। পৃথাকে কটাক্ষ করে করা হয় নানা মন্তব্য। এমন আবহেই সোমবার ‘প্রাক্তন’ স্ত্রীর সম্মান রক্ষার্থে কথা বলেন অভিনেতা সুদীপ।
অভিনেতা জানালেন, ‘পৃথা আর আমি আলাদা হয়ে গেছি, এটা সর্বৈব সত্যি কথা। ভীষণই ব্যক্তিগত বিষয়। তাই সামাজিক মাধ্যমে ব্যাপারটা নিয়ে আলোচনা হোক চাইনি। তাই ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে বেশ কিছু নেটিজেনদের দেখছি পৃথার বিরুদ্ধে কুকথা বলেই চলেছে। আমি সেটার প্রতিবাদ করছি। ও আমার সন্তানদের মা। আর আমরা একে-অপরকে শ্রদ্ধা করি। ডিভোর্স হলেও আমরা নিজেদের মতো করে বন্ধুত্ব বজায় রেখেছি। এটা আমাদের ব্যক্তিগত বিষয়।’
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ সুদীপ ও পৃথার। বয়সে প্রায় ২৫ বছরের ব্যবধান হলেও সম্পর্ক বাঁধতে বেশি সময় নেয়নি। বিয়েও করেন দু’জনে। দুই সন্তানও রয়েছে সুদীপ-পৃথার।