রাজধানীর রামপুরা থেকে আরেফিন কামরুল ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রামপুরার সালামবাগ মসজিদ এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
শুক্রবার (১১ এপ্রিল) রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর পরিবার বৃহস্পতিবার রাতেই আমাদের বিষয়টি জানায়। এরপর থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। বিকেলে আনুষ্ঠানিকভাবে থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা নিখোঁজ শিক্ষার্থীর সম্ভাব্য অবস্থান শনাক্ত করেছি। আশা করছি, আজকের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে।