বিশ্বকাপে পাকিস্তান, বাংলাদেশের সামনে যে সমীকরণ

এপ্রিল 17, 2025
by

টানা চার জয়ে মেয়েদের ২০২৬ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে তারা আজ (বৃহস্পতিবার) থাইল্যান্ড নারী দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে উঠে গেল ফাতিমা সানার নেতৃত্বাধীন দলটি। আর বাকি একটি স্পট। সেই জায়গাটি পূরণে এগিয়ে রয়েছে বাংলাদেশ নারী দল। তবে তাদের সামনে কিছু সমীকরণ রয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ থাই মেয়েদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক পাকিস্তান ৬ উইকেটে ২০৫ রান তোলে। তাদের পক্ষে সিদরা আমিন সর্বোচ্চ ৮০ এবং অধিনায়ক ফাতিমা ৬২ রান করেন। সেই লক্ষ্য তাড়ায় ১১৮ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে থাইল্যান্ড। তাদের পক্ষে সর্বোচ্চ ১৯ রান আসে নানাপাত কোঞ্চারোয়েনকাইয়ের ব্যাটে। বিপরীতে পাকিস্তানের ফাতিমা, নাশরা সিন্ধু ও রামিন শামিম ৩টি করে উইকেট শিকার করেন।

এর আগে দিনের অপর ম্যাচে বাংলাদেশের সামনেও আজকের ম্যাচ জিতলে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে তারা সেই সুযোগ হারিয়েছে। যদিও পুরো ভেস্তে যায়নি নিগার সুলতানা জ্যোতির দলের সেই আশা। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শারমিন আক্তার। জবাবে খেলতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

প্রতিটি দলের আর বাকি একটি করে ম্যাচ। বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার পাকিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণের ধার ধারতে হবে না। ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় ও শেষ দল হিসেবেই তারা বিশ্বকাপে উঠে যাবে। কিন্তু তাতে না জিতলে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। সেক্ষেত্রে বিশ্বকাপে উঠতে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। প্রতিযোগিতার আরেক দল আয়ারল্যান্ড চার ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গেছে।

স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলের পাশেই চার ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের চেয়ে নেট রানরেটেও পিছিয়ে তারা। সে হিসেবে নিজেদের ম্যাচে হারলেও সুযোগ থাকবে জ্যোতিদের। তবে নিজেদের হারের ব্যবধানটা কম রাখতে হবে। অন্যদিকে, প্রত্যাশায় থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড যেন তাদের ম্যাচে কম ব্যবধানে জিতে। পাকিস্তানের কাছে বাংলাদেশ কম ব্যবধানে হারলেও তাদের নেটরান রেট ধনাত্মকই (‍+) থাকবে। এই মুহূর্তে বাংলাদেশের নেট রানরেট ‍+১.০৩৩।

অন্যদিকে, স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে স্কটল্যান্ড হেরে গেলে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই থেকে ছিটকে যাবে। আর যদি খুব বড় ব্যবধানে না জেতে, তাহলেও হয়তো নেট রানরেটে বাংলাদেশের চেয়ে পিছিয়েই থাকবে স্কটিশরা (‍+০.১৩৬)। স্কটল্যান্ড–আয়ারল্যান্ড ম্যাচটি আগামীকাল। এ ছাড়া থাইল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শনিবারের সেই ম্যাচে তারা অনেক বড় ব্যবধানে জিতলে বিশ্বকাপ নিশ্চিত করতে পারে। কিন্তু নেট রানরেটে তারা এই মুহূর্তে সবচেয়ে পিছিয়ে (–০.২৮৩)।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচসূচি, প্রতিপক্ষ যারা

দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি– ২০২৫ আসর শুরুর মাত্র

দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ