বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামীকাল থেকে দেশের বিভিন্ন জেলার পালাকারের পরিচালনায় শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন।
‘যাত্রাশিল্পের নবযাত্রা’ শীর্ষক কর্মসূচির আওতায় যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়নে নিয়মিত যাত্রাপালা মঞ্চায়ন করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে একাডেমির আয়োজনে আগামীকাল ১২ জুলাই থেকে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে যাত্রাপালা ‘গুনাই বিবি’। পালাকার আবুল কালাম, পরিচালনায় রয়েছেন মো. নজরুল মাতবর (ফিরোজ) এবং পরিবেশন করবে পায়রা যাত্রা ইউনিট, বরগুনা।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে যাত্রাপালা ‘জীবন নদীর তীরে’। যাত্রাপালাটির পালাকার রঞ্জন দেবনাথ, পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার এবং পরিবেশন করবে নিউ লোকনাথ অপেরা, ঢাকা।
একাডেমি সূত্র জানায়, বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত।