মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর জল্পনা-কল্পনা দৃঢ়ভাবে প্রত্যখান করে শুক্রবার মিশিগান রাজ্যে এক সমাবেশে বলেছেন, তিনি ‘দেশের জন্য হুমকি’ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করবেন।
খবর এএফপি’র।
বাইডেন বলেন, ‘ইদানীং অনেক জল্পনা-কল্পনা চলছে বাইডেন কী করতে যাচ্ছেন? তিনি কী নির্বাচনের মাঠে থাকবেন? তিনি কী বাদ পড়বেন? যদিও প্রভাবশালী বেশ কয়েকজন ডেমোক্র্যাট দলীয় আইন প্রণেতা বাইডেনকে অযোগ্য ঘোষণা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এসব ক্ষেত্রে আমার উত্তর আমি নির্বাচনের দৌড়ে থাকছি এবং আমরা জিততে যাচ্ছি। আমি নির্বাচনের ব্যাপারে আমার সিদ্ধান্তের কোন পরিবর্তন করছি না।’