জেরুজালেম, ১০ আগস্ট, ২০২৪ : একটি স্কুল লক্ষ্য করে শনিবার ইসরাইলি হামলায় ৯৩ জন নিহত হওয়ার পর, জাতিসংঘে নিযুক্ত এক বিশেষজ্ঞ গাজা যুদ্ধে গণহত্যার দায়ে ইসরাইলকে অভিযুক্ত করেছেন। স্থানীয় উদ্ধারকারীরা ওই হামলার কথা জানায়।
এ ঘটনার পর জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলে নিযুক্ত অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, ইসরাইল সেই সময়ে এক ফিলিস্তিনি প্রতিবেশী এলাকায় হামলা চালিয়ে একই সময়ে একটি হাসপাতাল, একটি স্কুল ও এক শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়েছে। খবর এএফপি’র।