পানির প্রবল চাপে ভেঙ্গে যায় বেইলি ব্রিজ

আগস্ট 22, 2024

ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গতকাল মুষলধারে বর্ষণ ও অনেক নদীর পানি বৃদ্ধি পাওয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বন্যার পানি ঘরে ঢুকে ভেসে গিয়ে এক গর্ভবতীর মৃত্যু হয়েছে।হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিস্তীর্ণ জমি এবং ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের কিছু অংশ পানির নিচে তলিয়ে গেছে।

আটটি জেলায় বন্যায় ত্রিশ লাখেরও বেশি মানুষ আটকা পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলা ফেনী ও নোয়াখালী।ফেনী, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ছোট ফেনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনী সদর ও দাগনভূঁইয়া উপজেলার চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

মঙ্গলবার রাত থেকে জেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পরশুরামে একজন নিখোঁজ বলে জানা গেছে।

গতকাল মুহুরী, সিলোনিয়া ও কাহুয়া নদীর পানি আরও বেড়েছে। স্থানীয়রা জানান, গত ৩৭ বছরে এত বড় বন্যা তারা দেখেননি।

আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম বলেন, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রতি বছর উজান থেকে আসা পানির কারণে বন্যা হয়, তবে ১৯৮৮ সালের পর এ বছরের মতো ভয়াবহ বন্যা হয়নি। তিনি বলেন, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার প্রায় প্রতিটি বাড়িতে বন্যার পানি ঢুকেছে। নোয়াখালীতে টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসে গতকাল বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেছেন, কবিরহাট, সেনবাগ, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জসহ আটটি উপজেলা এবং বেশ কয়েকটি পৌরসভায় বন্যায় 1.9 মিলিয়নেরও বেশি মানুষ আটকা পড়েছে। তাদের মধ্যে পৌরসভার এক লাখের বেশি মানুষ রয়েছে।

কুমিল্লায়, গুমতি এবং মুহুরি গতকাল ফুলে উঠেছে, অবিরাম বৃষ্টি এবং ভারতের ত্রিপুরার ডাম্বার হ্রদে একটি স্লুইস গেট খোলার জন্য ধন্যবাদ। বন্যায় ৫০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় বন্যা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

ত্রিপুরায় অবিরাম বর্ষণ ও ভূমিধসে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের ত্রিপুরায় উজান থেকে আসা পানিতে আখাউড়া স্থলবন্দর পানির নিচে চলে গেছে। বন্দরের কাছাকাছি অন্তত ১৫টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ৩,০০০ মানুষ আটকা পড়েছে।

আখাউড়া উপজেলায় বন্যার পানিতে ভেসে এক গর্ভবতীর মৃত্যু হয়েছে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার লুৎফুর রহমান জানান, নিহত সুবর্ণা আক্তার বীরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ত্রিপুরা থেকে আসা পানির স্রোতে গতকাল সকালে হাওড়া নদীর বাঁধ ভেঙে বীরচন্দ্রপুরসহ আশেপাশের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়। তিনি বলেন, বন্যার পানি হঠাৎ সুবর্ণার বাড়িতে ঢুকে পড়লে তিনি নিজেকে বাঁচাতে দ্রুত বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন এবং প্রবল স্রোতে পড়ে যান। যেহেতু তিনি গর্ভবতী ছিলেন, তিনি তীরে সাঁতার কাটতে ব্যর্থ হন, তিনি যোগ করেন।

খোয়াই, কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদীর অনেক স্থানে উপচে পড়ায় গতকাল হবিগঞ্জ ও মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

মৌলভীবাজারের ২০৮টি গ্রাম পানিতে তলিয়ে যাওয়ায় ৮০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

টানা বৃষ্টিতে গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হালদা নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় শিকদার খালের মুখে গতকাল একটি ডাইকের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম তারেক বলেন, উজান থেকে আসা পানির কারণে ডাইকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশে বন্যা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সাংবাদিকদের বলেন, আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা আশঙ্কা প্রকাশ করেন যে, আগামী কয়েকদিনের মধ্যে আরও এলাকা প্লাবিত হতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার পাঠিয়েছেন তারা।

“স্থানীয় প্রশাসন বন্যাকবলিত জেলাগুলির জেলা প্রশাসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করছে,” তিনি যোগ করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, আজও হতাহত বহু ইসরায়েলি সেনা

টানা দ্বিতীয় দিনের মতো লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কঠোর

এবার সিনেমার প্রচারে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় আসছে ওপার