হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ুন কবিরের আদালতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (২১ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। বিদেশ যেতে তারা বিমানবন্দরে গেলে তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর তাদের রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
এরও আগে গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।