দুর্নীতির মাধ্যমে হারুনের সম্পদের পাহাড়

আগস্ট 23, 2024
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ হারুন-অর-রশিদ, মৃত আবুল হাসেমের ছেলে, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের একটি দরিদ্র পরিবারের সন্তান। আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয় জীবনে তিনি স্থানীয়দের কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু এখন তিনি কোটি কোটি টাকার বাড়ি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট, যানবাহন ও বিভিন্ন ব্যবসাসহ সম্পদ কুড়িয়েছেন বলে জানা গেছে।
 
একবার সালসাবিল বাসের টিকিট চেকার, হারুন তার বাবার জন্য মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার জন্য নথি জাল করার অভিযোগে, তাকে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারে চাকরি পেতে সক্ষম করে। শৃঙ্খলাজনিত সমস্যার জন্য তাকে সারদায় পুলিশ একাডেমি থেকে বরখাস্ত করা হয় এবং পরে তিনি মার্কেন্টাইল ব্যাংকে কাজ করেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দলের ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে হারুনকে পুলিশে পুনর্বহাল করা হয়। তখন থেকেই তিনি সম্পদ সংগ্রহ করতে শুরু করেন বলে জানা গেছে।
সূত্রের অভিযোগ, মানি লন্ডারিংয়ের সুবিধার্থে হারুন মানি এক্সচেঞ্জ ব্যবসা গড়ে তোলেন। তার পুরো পরিবারের কাছে মার্কিন নাগরিকত্ব রয়েছে বলে জানা গেছে। তিনি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে তার সম্পত্তি পরিচালনার জন্য তিন সদস্যের একটি স্টিয়ারিং কমিটিও গঠন করেছেন। তিনি বিভিন্ন নামে অন্তত তিনটি রিসোর্ট এবং বেশ কয়েকটি আবাসিক হোটেলের মালিক বলে জানা গেছে। মোট, তিনি অন্তত দশটি কোম্পানির মালিক বলে মনে করা হয়। 
 
শুধু ঢাকাতেই হারুন দুই ডজনেরও বেশি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন এবং অসংখ্য প্লট ও ফ্ল্যাটের মালিক হয়েছেন বলে জানা গেছে, অনেকগুলো তার ‘চাচা’ জাহাঙ্গীর আলমের নামে। একটি পৃথক কমিটি এই অবৈধভাবে অর্জিত সম্পত্তি বিক্রি, মানি লন্ডারিং এবং বিদেশে সম্পদের ব্যবস্থাপনার তদারকি করে। হারুন অন্তত ছয়টি দেশে ব্যবসা প্রতিষ্ঠা করেছেন বলে মনে করা হয়, উল্লেখযোগ্য সম্পদ সংগ্রহ করে। 
 
অত্যন্ত বিতর্কিত কর্মকর্তা হওয়া সত্ত্বেও হারুন সর্বশেষ ডিএমপিতে অতিরিক্ত কমিশনারের পদে ছিলেন। ৮০ হাজার টাকার কম বেতনে তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী হয়েও হারুন বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।
 
তদন্তে হারুনের কর্মজীবনে অসংখ্য অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবুও তিনি কখনো শাস্তির সম্মুখীন হননি। পরিবর্তে, তাকে ধারাবাহিকভাবে সমালোচনামূলক ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছিল। হারুনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মুক্তিপণের জন্য অপহরণ, হামলা, জমি দখল, ফ্ল্যাট দখল, গুম, খুন, মানি লন্ডারিং, মিথ্যা মামলা দায়ের, হয়রানি, আটক অবস্থায় নির্যাতন, নিয়োগ জালিয়াতি ও যৌন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ সত্ত্বেও তিনি পদোন্নতি পেতে থাকেন এবং লাখ লাখ টাকা আদায় করেন।
উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জে অনুসন্ধানে হারুনের নামে কোটি কোটি টাকার সম্পত্তির কথা জানা গেছে।
 
সূত্র জানায়, হারুনের পরিবার পাচারের টাকায় যুক্তরাষ্ট্রে বিলাসবহুলভাবে বসবাস করে। তার কথিত চাচা জাহাঙ্গীরের পরিচিতির মাধ্যমে সৌদি আরবের জেদ্দায় একটি আবাসিক হোটেলে বিনিয়োগসহ ছয়টি দেশে ব্যবসা রয়েছে বলে অভিযোগ রয়েছে। উপরন্তু, তিনি দুবাইতে একটি পাঁচ তারকা হোটেলের মালিক এবং এডিসি সাইফুলের ভাই রিফাতের সাথে স্বর্ণ ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।
 
নথিতে দেখা যায় যে হারুনের স্ত্রী 2007 সালে ডিভি ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং এর কিছুক্ষণ পর হারুন তাকে অনুসরণ করেন। নথিগুলি আরও ইঙ্গিত করে যে হারুনের কাছে মার্কিন নাগরিকত্ব এবং একটি পাসপোর্ট রয়েছে, যদিও তিনি সরকার কর্তৃক জারি করা একটি অফিসিয়াল পাসপোর্টের পরিবর্তে নিয়মিত পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করেন।
 
সূত্রের দাবি, হারুন তার স্ত্রীর নামে নিউইয়র্কের নিউ হাইড পার্কে ৫০ মিলিয়ন ডলারের একটি বাড়ি ক্রয় করেন, যার ফলে তার স্ত্রীর সঙ্গে একটি বড় আর্থিক লেনদেনের বিষয়ে এফবিআই তদন্ত শুরু হয়।
 
হারুন উত্তরায় একাধিক বহুতল বাড়ি, ফ্ল্যাট এবং প্লটের মালিক, যার মধ্যে রয়েছে 3 নম্বর সেক্টরে (লেকফ্রন্ট রোড) 'পার্ক লেক ভিউ' নামে একটি গেস্টহাউস হিসাবে ব্যবহৃত রোড নং 20-এ একটি ছয়তলা বিলাসবহুল বাড়ি। একই রাস্তায় তিনি একটি আট তলা বাড়ির মালিক বলে অভিযোগ, যেখানে তিনি তার পরিবারের সাথে কিছুদিন আগে পর্যন্ত থাকতেন। 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডে হারুনের 10 কাঠা জমির উপর একটি দশতলা মার্কেট রয়েছে, যা তার শ্বশুরের নামে রেজিস্ট্রি করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 100 কোটি টাকার বেশি। সোনারগাঁও জনপথ রোড, সেক্টর 12-এ হারুনের একটি ছয় তলা বাড়ির মালিকও রয়েছে যার জন্য শাহজালাল ইসলামী ব্যাংক থেকে এই সম্পত্তিটি জামানত হিসাবে ব্যবহার করে ঋণ নেওয়া হয়েছিল।
শাহ মখদুম অ্যাভিনিউ, সেক্টর 13-এ, হারুনের একটি জমির মালিক বলে অভিযোগ রয়েছে যেখানে তাজ ফুড কোর্ট সহ বেশ কয়েকটি দোকান ভাড়া দেওয়া হয়েছে। ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে আরেকটি প্লট জজ মিয়া নামে এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছে। 3 নম্বর সেক্টরে হারুনের 15 নম্বর রোডে একটি 14 তলা বাণিজ্যিক ভবন, 3 নম্বর সেক্টরের 13 নম্বর রোডে ছয় তলা ভবন, সেক্টর 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে সাত কাঠার বাণিজ্যিক প্লটের মালিকানা রয়েছে; এবং 11 নং রোড, সেক্টর 10-এ পাঁচ কাঠার একটি প্লট। হারুন 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডে দুটি দশ কাঠার প্লটেরও মালিক বলে অভিযোগ রয়েছে, যার একটিতে একটি টিনশেড বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, অন্যটি ব্যবহার করা হয়। একটি গুদাম হিসাবে। 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডে হারুনের চারটি প্লট রয়েছে যা চারটি কোম্পানির শোরুম হিসাবে ভাড়া দেওয়া হয়েছে। 10 নং সেক্টরের 12 নং রোডে, হারুনের চাচা জাহাঙ্গীরের অফিসটি হোল্ডিং নং 4 এর পঞ্চম তলায় অবস্থিত, যেখানে হারুনের সমস্ত সম্পত্তির নথি রয়েছে বলে জানা গেছে।
 
হারুন উত্তরার সেক্টর 3 নম্বর রোডের 14 নম্বর রোডের প্লটটি 32 কোটি টাকায় হিরন নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে এবং প্লট নম্বর 41, রোড নম্বর 9 (বর্তমানে রবীন্দ্র সরণি), সেক্টর 3, টাকায় ভাড়া দেয়। প্রতি মাসে 14 লাখ টাকা। ১১ নম্বর সেক্টরে উত্তরা স্মৃতি ক্যাবল টিভি লিমিটেডের পাশে আরেকটি পাঁচ কাঠার প্লট ‘স্টার কার সিলেকশন’ নামে একটি কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছে। হারুন ১৩ নম্বর সেক্টরে জমজম টাওয়ার, উত্তরা থার্ড ফেজ এবং পূর্বাচলের কাছে কয়েক ডজন ফ্ল্যাটের মালিক বলে অভিযোগ রয়েছে।
হারুন বনানী কবরস্থানের কাছে ২০ কাঠা জমি দখল করে ৭০ কোটি টাকায় একটি কোম্পানির কাছে বিক্রি করেন বলে জানা গেছে। তিনি টঙ্গীর সাতাইশ মৌজা এলাকায় আট বিঘা জমিতে 'জেএইচ-জিওটেক্স লিমিটেড' নামে একটি অননুমোদিত স্থাপনা নির্মাণ করছেন বলে জানা গেছে। ছায়াকুঞ্জ-৫ আবাসিক প্রকল্পের মধ্যে, ইতিমধ্যেই ড্রেজার ব্যবহার করে জমি ভরাট করা হয়েছে। অভিযোগ রয়েছে, গাজীপুরের পুলিশ সুপার থাকাকালে হারুনের জমি দখলকারী কামরুলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যিনি মৌচা কামরুল নামেও পরিচিত এবং তার জমি দখলের তৎপরতা রক্ষা করেছিলেন। সম্প্রতি কামরুলের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন হারুন।
 
হারুন কিশোরগঞ্জের মিঠামইনে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ নামে একটি বিলাসবহুল রিসোর্টের মালিক বলে জানা গেছে, যা তার ভাই ডাঃ শাহরিয়ার পরিচালনা করেন। গাজীপুরে, তিনি 'সবুজ পাতা রিসোর্ট' এবং 'গ্রিন টেক' নামে আরেকটি বিলাসবহুল রিসোর্টের সহ-মালিকানাধীন। . ময়মনসিংহের ত্রিশালের সাবেক এমপি আনিসের সঙ্গে হারুনের মৎস্য ও রেস্টুরেন্টে যৌথ উদ্যোগ রয়েছে বলে জানা গেছে।
 
অনুসন্ধানে জানা যায়, ২০১৫ সালের ১৯ নভেম্বর গাজীপুরের এসপি থাকাকালে হারুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারের কাছে তাহের অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সাত কোটি টাকা মূল্যের এক বিঘা প্লট জোরপূর্বক দখল করে একজনকে হস্তান্তর করেন। দল এছাড়াও, হারুন গাজীপুর ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে গাজীপুরে 17.5-ডেসিমেল প্লট দখল করতে পুলিশ সহায়তা করেছিলেন বলে জানা গেছে। 9 নভেম্বর, 2016 গাজীপুরের মাধবপুরে মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের দুই বিঘা জমিও জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে। হারুনের বিরুদ্ধে গাজীপুরে তার শাসনামলে 300 টিরও বেশি হয়রানির অভিযোগ দায়ের করা হয়েছিল, যেখানে তিনি প্রায় সবার কাছ থেকে 5 লাখ থেকে 10 লাখ টাকা চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ রয়েছে। যারা টাকা দিতে অস্বীকার করে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় বলে জানা গেছে।
 
হারুনের দুর্ব্যবহারে হতাশ হয়ে গাজীপুরের অনেক বাসিন্দা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে অভিযোগ করলেও তিনি ব্যবস্থা নিতে পারেননি। পরে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা দেন।
 
গাজীপুর থেকে নারায়ণগঞ্জে বদলি হওয়ার পর হারুন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে জানা গেছে। পুলিশ হেডকোয়ার্টার্সে 14 লাখ টাকার বিনিময়ে 18 জন কনস্টেবলকে জালিয়াতি করে নিয়োগের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে। কনস্টেবলরা চাকরি হারালেও হারুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ সময় হারুনের বিরুদ্ধে বেশ কয়েকজন শিল্পপতিকে অপহরণ, বানোয়াট মামলায় ফাঁসানো এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। মুক্তিপণের টাকা পেতে ব্যর্থ হলে হারুন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজের স্ত্রী ও ছেলেকে অপহরণ করে, যার ফলে তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে দেওয়া হয়।
 
উত্তরায় জাতীয় পার্টির নেতা আলমগীর কবির তার বকেয়া ৩ কোটি ৮০ লাখ টাকা দাবি করতে গিয়ে হারুনের ক্রোধের শিকার হন বলে জানা গেছে। জাহাঙ্গীরের মাধ্যমে হারুনের দখলে থাকা তিনটি প্লটে আলমগীর জমি ভরাট করে স্থাপনা নির্মাণ করেছিলেন বলে জানা গেছে। এ কাজের জন্য ৪০ লাখ টাকা পরিশোধ করলেও বকেয়া রয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। আলমগীর এই টাকা দাবি করলে হারুন তাকে এবং তার তিন সহযোগীকে গোয়েন্দা শাখা (ডিবি) ব্যবহার করে অপহরণ করে। তাদের ডিবি কার্যালয়ে পাঁচ দিন আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয় বলে জানা গেছে। তিনি কোনো অর্থ দাবি করবেন না বলে একটি বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করার পর, আলমগীর ও তার সহযোগীদের একটি বানোয়াট চাঁদাবাজির মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
 
ফোনে বারবার চেষ্টা করেও এ বিষয়ে যারা জড়িত তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

হত্যা মামলায় সাবেক কাউন্সিলর ফেরদৌস গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবদুল ওয়াদুদ হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ

সোনারগাঁয়ে ‘পাঁচ’ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে