হত্যা মামলায় নাম আসা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তিনি আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর নোটিশটি পাঠান।
এই অবস্থায় জাতীয় দলে সাকিব থাকবেন কিনা, এই ব্যাপারে জরুরি সভাতে বসেছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। কিন্তু সভা শেষে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি।আজ দুপুরে দিকে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিসিবি বৈঠক শুরু করে। যেখানে সভাপতি ফারুক আহমেদসহ বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। সভা শেষ সংবাদ মাধ্যমকে বোর্ড সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে পঞ্চম দিন। এই মুহূর্তে আমরা কোনও পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করিনি। কালকের দিন শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেবো।’
এর আগে সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম বলেছেন, ‘সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। একইসঙ্গে মামলার তদন্ত ও বিচারের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এ নোটিশ প্রেরণ করেছি।’
যদিও বিসিবি জানিয়েছে, তারা কোনও নোটিশ পায়নি। এ ব্যাপারে ফারুক বলেছেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও, ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটি এফআইআর হয়েছে, পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটি।’
গত ৫ আগস্ট আদাবরের রিং রোডে বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ রুবেল নামে এক গার্মেন্টস শ্রমিক। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার হত্যা মামলা করেন, যেখানে সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও ৫০০ জন। মামলার এজাহার থেকে এসব তথ্য জানা গেছে।