ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শাসনামলে হয়রানি ও নিষ্পেষণের শিকার ড. মুহাম্মদ ইউনূসই হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যাকে ঘিরে জল্পনা-কল্পনা আর গল্পের যেন শেষ নেই। বিশেষ করে যে আলোচনা-সমালোচনা তুঙ্গে– এ সরকার কত দিন থাকবে বা কবে যাবে।
এ বিষয়ে নিজেই কথা বলেছেন ড. ইউনূস। জানিয়েছেন কবে যাচ্ছে তার সরকার।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই।