টানা বৃষ্টির কারণে আজ বাংলাদেশ এ’-পাকিস্তান শাহিনসের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। ফলে পাকিস্তান শাহিনসের কাছে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ‘এ’।
ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে অবিরাম বৃষ্টির কারনে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ এ’-পাকিস্তান শাহিনসের খেলোয়াড়রা। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ওয়ানডে সিরিজ হারতে হলো বাংলাদেশ এ’ দলকে। কারন প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছিলো সফরকারীরা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো।
এর আগে দুই ম্যাচের চারদিনের সিরিজ ০-০ সমতায় শেষ করে বাংলাদেশ এ’-পাকিস্তান শাহিনস। দু’টি ম্যাচেই ছিল বৃষ্টির বাঁধা।