ভোলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে আনহা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইয়াছিন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটেছে। মৃত শিশু আনহা একই গ্রামের মোহাম্মদ আব্দুল আলীর মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, শনিবার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু আনহা। একপর্যায়ে ওই শিশুকে কোথাও পাওয়া না গেলে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে শিশু আনহাকে ভাসতে দেখেন মা।
পরে স্বজনরা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশনের শশী ভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে শিশুটির মৃত্যুর অভিযোগ না থাকায় শিশুকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।