রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টে ফিফটি করার পর দ্বিতীয় টেস্টে ১৩৮ রানের ইনিংস খেলে তিনি ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে তিনি টেস্ট র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে আসেন।
অন্যদিকে, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম টেস্ট র্যাঙ্কিংয়ে কিছুটা নামতে শুরু করেছেন। দ্বিতীয় টেস্ট শুরুর আগে তিনি ৯তম স্থানে থাকলেও বর্তমানে নেমে গেছেন ১২তম স্থানে। তবে পাকিস্তানের অন্য একজন ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ১০তম স্থানে অবস্থান করছেন।
এছাড়া বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম প্রথম টেস্টে ১৯১ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়ে ১৭তম স্থানে ছিলেন। তবে দ্বিতীয় টেস্টে তেমন কোন উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে না পারলেও তার র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি।
বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে ৯২২পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের জো রুট শীর্ষে আছেন।