আশরাফুলের ৫ গোলে ভাঙল হকির ‘আড়মোড়া’
এপ্রিলের পর থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি প্রতিযোগিতা আর নেই। সাত মাস পর আবার হকি টার্ফে ফিরেছে। বিজয় দিবস হকির উদ্বোধনী ম্যাচে নৌবাহিনী ৮-২ গোলে বিকেএসপিকে হারিয়েছে। নৌবাহিনীর পক্ষে আশরাফুল একাই পাঁচ গোল করেছেন। বাংলাদেশ হকির বর্তমান সেরা পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল