আজহারীকে বরণ করতে প্রস্তুত লালগালিচা
যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সূচি অনুযায়ী, বয়ান দেওয়ার জন্য রাত ৮টায় মঞ্চে ওঠার কথা মিজানুর রহমান আজহারীর। তবে দুপুর থেকেই কানায় কানায় ভরে গেছে গোটা মাহফিল এলাকা। যদিও সকাল থেকেই আসতে শুরু করে ধর্মপ্রাণ মুসল্লিরা। তাকে বরণ করতে বিছানো