
চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসহ নারী যাত্রী গ্রেফতার
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাহামার নাগরিক এক নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে।এয়ারপোর্ট সূত্র জানায়, স্ট্যালিয়া শান্তেই নামে এ যাত্রী গত ১২ জুলাই এমিরেটস-এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলো থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই-এ করে ১৩ জুলাই