গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসহায় প্রতিবন্ধীর বাড়িতে নগদ টাকা ও মানবিক সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।
সোমবার (১৫ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের অসহায় প্রতিবন্ধী অমর মন্ডলের হাতে নগদ ৬ হাজার টাকা, ৫ হাজার টাকার চেক, চাল, ডাল, তেল, সেমাই, চিনি, লবনসহ ২ বান টিন তুলে দেয় ইউএনও।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল হাসান শুভ, সমবায় কর্মকর্তা সুমনা বিশ^াস, কান্দি ইউপি চেয়ারম্যান তুষার মধু, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।
এসব সামগ্রী পেয়ে অমর মন্ডল ও তার বিধবা বৃদ্ধ মা লক্ষ্মী মন্ডল সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রতিবন্ধী অমর মন্ডল বলেন, ঘরে খাবার নেই। এসব সামগ্রী পেয়ে অনেক উপকার হয়েছে। ঘরের চাল দিয়ে পানি পড়ে। এবার নতুন চালে নতুন টিন দিতে পারবো ।
ইউএনও শাহিনুর আক্তার বলেন, এক সাংবাদিকের ফেসবুকের পোষ্টের মাধ্যমে প্রতিবন্ধী ও অসহায় এ পরিবারের খবর জানতে পারি। অমর মন্ডলের পরিবার সত্যিই খুবই দরিদ্র। পরিবারে কোন উপার্জনক্ষম ব্যক্তি নেই। আপাতত এসব সামগ্রী দেওয়া হলো। ভবিষ্যতেও তাদের পাশে থাকবে উপজেলা প্রশাসন।