গত ২৫শে অগাষ্ট’২৪ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে বিদেশের মাটিতে সপ্তম টেস্ট জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। তবে টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এটিই প্রথম জয় টাইগারদের।
বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ২টি করে টেস্ট জিতেছে বাংলাদেশ। এরপর শ্রীলংকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ১টি করে ম্যাচে জয়ী হয়েছিল টাইগাররা।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিদেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ টেস্ট ৯৫ রানে জিতেছিলো টাইগাররা।
আজ পাকিস্তানের বিপক্ষে জয়ের আগে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের বাইরে সর্বশেষ টেস্ট জিতেছিলো বাংলাদেশ। ৮ উইকেটে ঐ ম্যাচ জিতেছিলো টাইগাররা।
বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের তালিকা :
প্রতিপক্ষ জয়ের ব্যবধান ভেন্যু গাল
ওয়েস্ট ইন্ডিজ ৯৫ রান কিংসটাউন ২০০৯
ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট গ্রেনাডা ২০০৯
জিম্বাবুয়ে ১৪৩ রান হারারে ২০১৩
শ্রীলংকা ৪ উইকেট কলম্বো ২০১৭
জিম্বাবুয়ে ২২০ রান হারারে ২০২১
নিউজিল্যান্ড ৮ উইকেট মাউন্ট মঙ্গানুই ২০২২
পাকিস্তান ১০ উইকেট রাওয়ালপিন্ডি ২০২৪