বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মামুনের ঘনিষ্ঠ বন্ধু এবং সাবেক ফুটবল সতীর্থ জাহিদ হাসান এমিলি এই খবরটি নিশ্চিত করেছেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশের সাবেক স্ট্রাইকার এমিলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে মামুনের ওপর হওয়া এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি লিখেন, ‘আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। কিছুক্ষণ আগে তার বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। আমি এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
হামলার বিষয়ে নিজেও কথা বলেন মামুনুল। তিনি কালবেলাকে জানান, ‘আমার বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে।’ এসময় তিনি আর কিছু বলতে পারছিলেন না। আশপাশে লোকজনের চিৎকার-চেচামেচির শব্দ শোনা গেছে। মামুনুল কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পরে অবশ্য আরেকটি গণমাধ্যমকে মামুন জানান বেশ কয়েকজন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এর আগে তারা একটি জায়গা দখলের চেষ্টা করলে মামুন বাধা দেন, এবং সেই প্রতিশোধ নিতে তারা তার বাড়িতে হামলা করে।
হামলাকারীদের সম্পর্কে মামুনুল বলেন, ‘তাদের মধ্যে কামাল, মুক্তি, ওয়াদুত ও ফয়সাল রয়েছে। এদের মধ্যে দুজন আওয়ামী লীগ এবং দুজন বিএনপির সাথে সম্পৃক্ত। এছাড়া তারা মাদক কারবারের সাথেও জড়িত।’
এ ঘটনার বিস্তারিত জানতে চট্টগ্রামের সদরঘাট থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল। তবে মামুনুলের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও এমন হামলা কেন ঘটল, তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।