দীর্ঘ প্রায় ১ মাস পর উৎপাদনে ফিরল কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ১ মাস পূর্বে কাঁচামাল সংকট ও কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
এদিকে কর্ণফুলী পেপার মিলস এর উৎপাদন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম জানান, বুধবার সকাল থেকেই কেপিএমের উৎপাদন চালু করার উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে রাত থেকেই কার্যক্রম শুরু হয়। বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। আশা করা যাচ্ছে বুধবার রাতে মোট কত টন কাগজ উৎপাদন হয়েছে সেটি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জানা যাবে। এরইমধ্যে সব প্রক্রিয়া চালু হয়েছে।
এদিকে কর্ণফুলী পেপার মিলস দীর্ঘ ১ মাস পর উৎপাদনে ফিরায় স্বস্তি ফিরে এসেছে মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে। কারখানার একাধিক শ্রমিক-কর্মচারী জানান, আমরা অনেক আনন্দিত। মিলসের এ উৎপাদন কার্যক্রম যেন চলমান রাখা হয় সেই দাবি জানিয়েছেন তারা।